সদর দক্ষিণে যুবকের রহস্যজনক মৃত্যু
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর রেল ক্রসিংয়ে ওমর ফারুক (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ওমর ফারুক ১০নং ভূলইন দক্ষিণ ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের ডাঃ আব্দুল হালিমের ছোট ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ১৯ তারিখ রাত ১০ টার দিকে তার মা বাড়িতে খাবার খেতে আসার জন্য কল দিলে সে বন্ধুদের সাথে হোটেলে খেয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করে। ২০ তারিখ সকাল সাড়ে ১০ টায় লাকসাম রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্তব্যরত উপ-পরিদর্শক নজরুল ইসলাম ফোন কলের মাধ্যমে ফারুকের বাবা কে মৃত্যুর সংবাদ প্রদান করেন। পারিবারিক সদস্যরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গ থেকে লাশ সনাক্ত করে পারিবারিকভাবে নিহতের দাফনকার্য সম্পন্ন করে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ তারিখ রাতে সাড়ে ১১ টার দিকে একই ইউনিয়নে বারাইপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে নিজাম উদ্দিন (৩৫) নিহতের সাথে মোটরবাইক যোগে হরিশ্চরস্থ হোটেল তাজে রাত্রিভোজ করতে যায়। ঘটনার বিস্তারিত ও সত্যতা যাচাই এর জন্য নিজাম উদ্দিনের সাথে মুঠো ফোনে সংযোগ স্থাপন করার চেষ্টা করা হয়। সাংবাদিক পরিচয় দেওয়া মাত্র নিজাম উদ্দিন সংযোগ বিচ্ছিন্নপূর্বক মুঠো ফোন বন্ধ করে দেয়। নিহতের বড় ভাই রাসেল আহমেদ ফারুক হত্যার সুষ্ঠু তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।
Comments
Post a Comment