কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা
আয়তন: ২৪১.৬৬ বর্গ কিমি। অবস্থান: ২৩°১৩´ থেকে ২৩°২৭´ উত্তর অক্ষাংশ এবং ৯১°০৬´ থেকে ৯১°১৫´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে কুমিল্লা আদর্শ সদর উপজেলা, দক্ষিণে লাকসাম, চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলা, পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে বরুড়া উপজেলা। জনসংখ্যা ৩৫৪২৮৯; পুরুষ ১৭৯৭৪৪, মহিলা ১৭৪৫৪৫।
জলাশয় ডাকাতিয়া নদী ও ছোট ফেনী নদী উল্লেখযোগ্য। প্রশাসন ২০০৫ সালের ৪ এপ্রিল সাবেক কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬টি ও লাকসাম উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে সদর দক্ষিণ উপজেলা গঠিত হয়।
পৌরসভা | ইউনিয়ন | মৌজা | গ্রাম | জনসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||
শহর | গ্রাম | শহর | গ্রাম | |||||
১ | ১০ | ৩৬৪ | ৪৫৯ | - | ৩৫৪২৮৯ | ১৪৬৬ | - | ৪৫.৯ |
ইউনিয়ন
ইউনিয়নের নাম ও জিও কোড | আয়তন (একর) | লোকসংখ্যা | শিক্ষার হার (%) | |
পুরুষ | মহিলা | |||
গলিয়ারা ৫৮ | ৫৫০১ | ১৫৭৮১ | ১৫৫৭৭ | ৪৪.২৬ |
চৌয়ারা ৩৯ | ৭৩০৭ | ১৯৪২৫ | ১৮৪২৩ | ৫৫.০৪ |
পশ্চিম জোরকরণ ৮০ | ৩৬২৪ | ১০৫৭২ | ৯৯৭৯ | ৩৯. |
পূর্ব জোরকরণ ৭৩ | ৪০৩৮ | ৯৬৫৪ | ১০০৩৪ | ৩৭.৭৭ |
পেরুল ৮০ | ৬৩৪১ | ১৭৩৮৮ | ১৮২১২ | ৪৫.৯৪ |
বাঘমারা ১২ | ৬৯৭৫ | ১৯০৩১ | ১৯০১৪ | ৪৫.৩৪ |
বড়পাড়া ২৪ | ৮৫৭৫ | ১৯৮৩৩ | ১৯১১৮ | ৪৭.১২ |
বিজয়পুর ৩১ | ৫১১০ | ৩০৮৭৮ | ২৭৩৮৫ | ৫৮.০৬ |
বেলঘর ২৮ | ৬৬৮১ | ১৯৮৮৮ | ১৯৭৯৪ | ৪৬.৪৬ |
ভুলাইন ৩১ | ৬২৬৩ | ১৭২৯৪ | ১৭০০৯ | ৪০.০৮ |
Comments
Post a Comment