তাহের মজুমদারের শূণ্যতা পূরণ হবার নয়---লোটাস কামাল

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বাগমারা দক্ষিণ ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আবু তাহের মজুমদারের স্মরণে শোকসভা গতকাল বিকালে বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় পরিকল্পনামন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল এমপি। স্মরন সভায় মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা মরহুম আবু তাহের মজুমদার আমার রাজনৈতিক গুরু। আমাকে আজকের এ অবস্থানে আনার পিছনে তার অবদান সবচেয়ে বেশি। তার কারনেই বাগমারার মানুষ শান্তিতে বসবাস করতে পেরেছে। সে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আগলে রেখেছে। তাহের মজুমদারের শূণ্যতা পুরন হবার নয়। আল্লাহ তাহের মজুমদারকে জান্নাতবাসী করুক। আমি বিশ্বাস করি আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে তাহের মজুমদার আদর্শ হয়ে থাকবে।
শোকসভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সারওয়ার, শাহাদ হোসেন তসলিম, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ আবদুল মুমিন মজুমদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবদুল হাই বাবলু, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম সওদাগর, উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুদ্দিন পাপ্পু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আয়াত উল্লাহ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছুদ্দীন কালু, এডভোকেট লিটন, নাঙ্গলকোট পৌরসভা মেয়র আবদুল মালেক, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাসুম হামিদ, আবুল কাশেম চেয়ারম্যান, ভুলইন উত্তর ইউপি চেয়ারম্যান আবদুর রহিম, লাকসাম উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লুতফুর রহমান, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুদ্দিন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দীন, যুগ্ম সাধারন সম্পাদক গাজী হাবিব, বাগমারা উত্তর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবদুর রহমান, মাহমুদুল হাসান লিওন, কুবি ছাত্রলীগের সভাপতি ইলিয়াছ হোসেন সবুজ, বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল হান্নান, পেরুল উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিমুল, ভুলইন দক্ষিণ ছাত্রলীগের সাবেক আহবায়ক আমান উল্লাহ আমান, ছোট শরীফপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাহমুদ, বেলঘর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মিনহাজ মিয়াজী প্রমুখ।
উল্লেখ্য, আবু তাহের মজুমদার গতকাল ২৮ মে রবিবার ভোর ৬.৪০ ঘটিকায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। চিকিৎসকদের তথ্য অনুযায়ী তিনি ডায়াবেটিস এবং কিডনী ডেমেজসহ হাড় ও রক্ত ক্যান্সারে ভুগছিলেন।
Comments
Post a Comment