Posts

Showing posts from June, 2017

দাউদকান্দির টোলপ্লাজায় দীর্ঘ যানজট

Image
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় অভারলোড গাড়ি নিয়ন্ত্রণে অনলাইন স্কেলে টাকা আদায়ে ধীরগতি আর চালকদের এলোপাতাড়ি ভাবে গাড়ি চলায় সোমবার রাতে থেকে মঙ্গলবার বিকাল পয়ন্ত যানজট লেগেই আছে। সড়ক ও সেতু মন্ত্রী মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা অনলাইন ওয়েববেইজড এক্সেল লোড ওয়েয়িং স্কেল সিস্টেম স্কেল মেশিন বসানোর পর থেকে প্রতিদিন যানজট লেগে থাকে। এ খবর পেয়ে মঙ্গলবার দুপুরে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হুমায়ন কবির খন্দকার ও দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন টোলপ্লাজা পরিদর্শণে যান। দাউদকান্দি হাইওয়ে ও সড়ক জনপথ বিভাগ সূত্রে জানা যায়, মেঘনা-গোমতী সেতু রক্ষায় অতিরিক্ত মালবোঝাই গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সেতুতে টোলপ্লাজা অনলাইন ওয়েববেইজড এক্সেল লোড ওয়েয়িং স্কেল সিস্টেম স্কেল মেশিন বসানো হয়। এ মেশিন চালু হওয়ার পর প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। এ সেতুর টোলপ্লাজায় ৬টি বোথের মধ্যে ৪টিতে স্কেল বসানো হয়। কিন্তু ট্রাক, কাভার্ডভ্যান ও লংভেহিকেল মালবোঝাই গাড়ি গুলো এলাপাতাড়ি ভাবে চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়। আপরদিকে স্কেলের ৬টি বোথ দিয়ে পা...

সদর দক্ষিণে যুবকের রহস্যজনক মৃত্যু

Image
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর রেল ক্রসিংয়ে ওমর ফারুক (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ওমর ফারুক ১০নং ভূলইন দক্ষিণ ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের ডাঃ আব্দুল হালিমের ছোট ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ১৯ তারিখ রাত ১০ টার দিকে তার মা বাড়িতে খাবার খেতে আসার জন্য কল দিলে সে বন্ধুদের সাথে হোটেলে খেয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করে। ২০ তারিখ সকাল সাড়ে ১০ টায় লাকসাম রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্তব্যরত উপ-পরিদর্শক নজরুল ইসলাম ফোন কলের মাধ্যমে ফারুকের বাবা কে মৃত্যুর সংবাদ প্রদান করেন। পারিবারিক সদস্যরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গ থেকে লাশ সনাক্ত করে পারিবারিকভাবে নিহতের দাফনকার্য সম্পন্ন করে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ তারিখ রাতে সাড়ে ১১ টার দিকে একই ইউনিয়নে বারাইপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে নিজাম উদ্দিন (৩৫) নিহতের সাথে মোটরবাইক যোগে হরিশ্চরস্থ হোটেল তাজে রাত্রিভোজ করতে যায়। ঘটনার বিস্তারিত ও সত্যতা যাচাই এর জন্য নিজাম উদ্দিনের সাথে মুঠো ফোনে সংযোগ স্থাপন করার চেষ্টা করা হয়। সাংবাদিক পরিচয় দেওয়া মাত্র নিজাম উদ্দিন সংযোগ বিচ্ছিন্নপূর্বক মুঠো ফোন বন্ধ করে দেয়। নিহতের বড়...

তাহের মজুমদারের শূণ্যতা পূরণ হবার নয়---লোটাস কামাল

Image
                                      কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বাগমারা দক্ষিণ ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আবু তাহের মজুমদারের স্মরণে শোকসভা গতকাল বিকালে বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় পরিকল্পনামন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল এমপি। স্মরন সভায় মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা মরহুম আবু তাহের মজুমদার আমার রাজনৈতিক গুরু। আমাকে আজকের এ অবস্থানে আনার পিছনে তার অবদান সবচেয়ে বেশি। তার কারনেই বাগমারার মানুষ শান্তিতে বসবাস করতে পেরেছে। সে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আগলে রেখেছে। তাহের মজুমদারের শূণ্যতা পুরন হবার নয়। আল্লাহ তাহের মজুমদারকে জান্নাতবাসী করুক। আমি বিশ্বাস করি আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে তাহের মজুমদার আদর্শ হয়ে থাকবে। শোকসভা...