দাউদকান্দির টোলপ্লাজায় দীর্ঘ যানজট

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় অভারলোড গাড়ি নিয়ন্ত্রণে অনলাইন স্কেলে টাকা আদায়ে ধীরগতি আর চালকদের এলোপাতাড়ি ভাবে গাড়ি চলায় সোমবার রাতে থেকে মঙ্গলবার বিকাল পয়ন্ত যানজট লেগেই আছে। সড়ক ও সেতু মন্ত্রী মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা অনলাইন ওয়েববেইজড এক্সেল লোড ওয়েয়িং স্কেল সিস্টেম স্কেল মেশিন বসানোর পর থেকে প্রতিদিন যানজট লেগে থাকে। এ খবর পেয়ে মঙ্গলবার দুপুরে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হুমায়ন কবির খন্দকার ও দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন টোলপ্লাজা পরিদর্শণে যান। দাউদকান্দি হাইওয়ে ও সড়ক জনপথ বিভাগ সূত্রে জানা যায়, মেঘনা-গোমতী সেতু রক্ষায় অতিরিক্ত মালবোঝাই গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সেতুতে টোলপ্লাজা অনলাইন ওয়েববেইজড এক্সেল লোড ওয়েয়িং স্কেল সিস্টেম স্কেল মেশিন বসানো হয়। এ মেশিন চালু হওয়ার পর প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। এ সেতুর টোলপ্লাজায় ৬টি বোথের মধ্যে ৪টিতে স্কেল বসানো হয়। কিন্তু ট্রাক, কাভার্ডভ্যান ও লংভেহিকেল মালবোঝাই গাড়ি গুলো এলাপাতাড়ি ভাবে চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়। আপরদিকে স্কেলের ৬টি বোথ দিয়ে পা...