Posts

Showing posts from May, 2017

সদর দক্ষিণ আ’লীগের সা. সম্পাদক মুক্তিযোদ্ধা তাহের মজুমদার আর আমাদের মাঝে নেই !!!

Image
বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহের মজুমদার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বাগমারা দক্ষিণ ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহের মজুমদার (৬৩) আর নেই। রবিবার ভোর ৬.৪০ ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিও তে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মাননীয় পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি। উপজেলার জনপ্রিয় এ নেতার মৃত্যুতে সদর দক্ষিণের বিভিন্ন অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, গত ১২ এপ্রিল  হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বীরমুক্তিযোদ্ধা আবু তাহের মজুমদারকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৬ এপ্রিল ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। অসুস্থ নেতাকে দেখতে বারডেম ও ইউনাইটেড হাসপাতালে ছুটে যান মাননীয় পরিকল্পনামন্ত্রী লোটাস কামাল এমপি ও রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে ২২ ...

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা

Image
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ( কুমিল্লা জেলা )   আয়তন: ২৪১.৬৬ বর্গ কিমি। অবস্থান: ২৩°১৩´ থেকে ২৩°২৭´ উত্তর অক্ষাংশ এবং ৯১°০৬´ থেকে ৯১°১৫´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে কুমিল্লা আদর্শ সদর উপজেলা, দক্ষিণে লাকসাম, চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলা, পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে বরুড়া উপজেলা। জনসংখ্যা ৩৫৪২৮৯; পুরুষ ১৭৯৭৪৪, মহিলা ১৭৪৫৪৫। জলাশয় ডাকাতিয়া নদী ও ছোট ফেনী নদী উল্লেখযোগ্য। প্রশাসন ২০০৫ সালের ৪ এপ্রিল সাবেক কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬টি ও লাকসাম উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে সদর দক্ষিণ উপজেলা গঠিত হয়।                                                উপজেলা পৌরসভা ইউনিয়ন মৌজা গ্রাম জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%) শহর গ্রাম শহর গ্রাম ১ ১০ ৩৬৪ ...

A H M Mustafa Kamal

Image
A H M Mustafa Kamal A H M Mustafa Kamal (Lotus Kamal), Renowned cricket patron who had been the Chairman of Abahani Cricket Committee for more than two decades, a reputed Chartered Accountant of the country A H M Mustafa Kamal was born in Comilla on 15 June 1947. His father is late Haji Babru Miah and mother Ms. Sayara Khatun. Mr. Kamal passed the Chartered Accountancy exam in 1970 securing first position in the combined merit list in the then Pakistan. He became an Honours Graduate (Commerce) from Dhaka University in 1967 and a Post-Graduate (Masters) in Accounting from the same university in the subsequent year. He is also a law graduate. Mr. Kamal got involved in politics from his student life. Throughout his college life he had been associated with active student politics. He served his locality as a leading organizer of Awami League during 6 point movement of 1966, mass upsurge of 1969 and the historic 1970 election period. Mr. Kamal became the Memb...

জনপ্রিয়তা না থাকলে মনোনয়ন দেয়া হবে না’ : প্রধানমন্ত্রী

Image
                     প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যেসব এমপির এলাকায় গ্রহণযোগ্যতা নেই, জনপ্রিয়তা নেই, যারা তৃণমূল নেতাকর্মীদের দ্বিধা-বিভক্ত করেছেন, ক্ষমতার দাপট দেখিয়েছেন, যাদের বিরুদ্ধে এলাকার জনগণের অভিযোগ রয়েছে তারা মনোনয়ন পাবেন না।সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর অনির্ধারিত আলোচনাকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অন্যান্য মন্ত্রীও তার সঙ্গে আলোচনায় অংশ নেন। মন্ত্রিসভার একাধিক সদস্যের সঙ্গে আলাপকালে তারা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেবে। চারদিক দিয়ে হিসাব-নিকাশ করে এই নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হবে। মন্ত্রী ও এমপিদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করে তুলতে হবে। কোনো কোনো জায়গায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এমপি-মন্ত্রীদের দূরত্ব সৃষ্টি হয়েছে। এ দূরত্ব দ্রুত ঘো...